admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ মে, ২০২০ ৫:০৪ পূর্বাহ্ণ
গত ২৪ ঘণ্টায় বগুড়ায় নতুন করে আরও ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এদিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ১৮৮ টি নমুনা পরীক্ষায় ৭জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন।
আক্রান্তদের মধ্যে ৪ জন শেরপুর উপজেলার, ২ জন সদর উপজেলার এবং একজন শাজাহানপুর উপজেলার । শেরপুরের ৪ জনের মধ্যে একজন কৃষক, অপরজন ফার্মেসির মালিক, এক এনজিও কর্মী এবং অপর আরেক ব্যক্তি রয়েছেন। বগুড়া সদরের দুইজনের মধ্যে রয়েছেন শহরের রহমান নগরে ঢাকা ফেরত এক শিক্ষার্থী এবং অপরজন গোকুলের চট্টগ্রাম ফেরত এক ফার্নিচার দোকানের কর্মী।
এছাড়া শাজাহানপুর উপজেলার সাবরুল এলাকার এক ব্যক্তি ঢাকার ধামরাই থেকে এসেছেন। তিনি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। এখন পর্যন্ত বগুড়ায় মোট আক্রান্ত ৯৫জন। এদের মধ্যে ১৪জন সুস্থ হয়েছেন।