admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ জুলাই, ২০২২ ১২:৪৯ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারের আশুলিয়ার কাঠালবাগান ইস্টান হাউজিং এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে প্রায় এক কিলোমিটার এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে অবৈধভাবে নেয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ।বুধবার ২৯ জুলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে সাভারের ধামসোনা ইউনিয়নের ফারুকনগর, নতন নগর এবং মোজারমিল কাঠালবাগানের ইস্টার্ণ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অভিযান টি পরিচালনা করে নিম্নমানের পাইপ লাইন তুলে নেয় এবং রাইজার ও অতিরিক্ত অবৈধ চুলা জব্দ করা হয়। এলাকাবাসী জানান, এসব এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই এলাকার প্রভাবশালীরা।এ বিষয়ে বিষয়ে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক (জোবিও) প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম বলেন, সাভারে প্রায় ১শত ৩০ কোটি টাকা আবাসিক লাইনের বকেয়া আছে। এই সব এলাকায় প্রায় দুইশত বাসাবাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ গুলো আমরা বিচ্ছিন্ন করেছি।তার পাশাপাশি যাদের বকেয়া আছে তাদের লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
তিতাস গ্যাসের মূল লাইন থেকে নিম্নমানের এক ইঞ্চি পাইপ দিয়ে অসাধু চক্র এসব সংযোগ প্রদান করেছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।এইসব অবৈধ সংযোগ আমরা বিচ্ছিন্ন করে রাইজার ও অবৈধ চুলা জব্দ করেছি। এছারাও গ্যাস চুরির অভিযুক্ত কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে গ্যাস ব্যবহার বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন- মাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, আমিরুল ইসলাম প্রমুখ সহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ। এছাড়া, যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এরাতে পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে অসংখ্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।