admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ মে, ২০২৪ ৯:৪৪ অপরাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: গত ২১ এপ্রিল ২০২২ তারিখ মহামান্য হাইকোর্টে বিভাগে দায়েরকৃত ৪৬৪০/২০২২নং রিট পিটিশনের আদেশের টার্মিনাল ছাড়া সড়ক ও মহাসড়কে কোন টোল আদায় করা যাবে না, মর্মে মহামান্য হাইকোর্টের দেয়া নির্দেশ অমান্য করে বোদা বাজারে টোল আদায় করা হচ্ছে পৌর টোল।
এই জন্য আজ (২৬ মে) রবিবার বোদা শহিদ মিনার চত্তর হতে টোল বন্ধের দাবিতে এবং টোল না দেওয়াতে গাড়ির চাবি নিয়ে শ্রমিকদের মারপিট বন্ধের দবিতে , বোদা পৌরসভা কতৃক পৌর টোল বন্ধের প্রতিবাদে অটোবাইক শ্রমিক, সিএনজি শ্রমিক, ভ্যান শ্রমিক সংগঠন এর সম্মিলিত নেতৃত্বে বোদা পৌরসভা অভিমুখে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে বোদা পৌর: মেয়র আলহাজ্ব মোঃ আজাহার আলি এর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়,
পৌর পরিষদ ৩ কার্য দিবসের মধ্যে আমাদের ন্যায্য দাবী মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।বোদা পৌর চত্বরে পৌর টোল বন্ধের দাবিকে বক্তব্য দেন: রিক্সা ভেন ও বোদা উপজেলা আওয়ামিলীগ যুব লীগের সাধারন সম্পাদক-মোস্তাফিজুর রহমান, বোদা পৌর: আওয়ামিলীগ সাধা:সম্পাদাক- আফছারুল আমিন, বোদা উপজেলা অটোবাইকের সভাপতি- মোঃ ইউসুফ আলি, বিশিষ্ট শ্রমিক নেতা বিমল চন্দ্র সেন সহ আরো আনেকে।