admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২০ ৬:০৬ অপরাহ্ণ
জনস্বার্থে রুহিয়ায় বাজার মনিটরিং,ভ্রাম্যমান আদালত ও সার্বিক মনিটরিং ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কূজিশহর,রামনাথ হাটসহ বিভিন্ন বাজারের চালের আড়ৎ সহ দোকানে উপজেলা বাজার মনিটরিং এর সদস্যদের নিয়ে চাল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যের মূল্য নিয়ন্ত্রনে বাজার মনিটর করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। তিনি মূল্য তালিকা না থাকা ও দাম বেশী নেয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসময় ৬ জন ব্যবসায়ীকে মোট ১৪০০০ টাকা জরিমানা করেন।

রুহিয়ার ২টি ইউনিয়নে মূসূল্লীদের সূরক্ষার বিভিন্ন মসজিদগুলোতে ব্যবহৃত কার্পেট ও ম্যাট তুলে দেয়ার জন্য মসজিদ পরিদর্শন করেন।এ বিষয়ে সবাইকে সহযোগিতা করতে বলেন।প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য লাল পতাকা লাগানো,গ্রাম পুলিশ মোতায়েন ও স্বাস্থ্য কর্মীগনদের খোঁজ খবর নেয়ার বিষয়টি তদারক করেন।তিনি রুহিয়া থানায়ায় অফিসার ইন চার্জকে সার্বিক পরিস্থিতি নিয়ে সজাগ থাক্তে বলেন,তাছাড়া রামনাথ হাটের হাটের ইজারাদারসহ অন্যান্য বাজার কমিটিকে৩১ শে মার্চ পর্যন্ত পশুর হাট বন্ধ রাখা ও জনসমাগম না হওয়ার বিষয়ে লক্ষ্য রাখতে বলেন।

এসময় তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারগণকে উপরোক্ত বিষয়গুলো খেয়াল রাখার বিষয়ে নির্দেশনা দেন।