admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২০ ১:৪১ অপরাহ্ণ
ঠাকুরগাঁও রিপোর্টারঃ ঠাকুরগাঁও নুরুন নবী শাহ ওরফে ডায়মন্ড প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও বিদেশ পাঠানো,চাকরি দেয়া,ঠিকাদারি কাজ পাইয়ে দেয়া ও এমপি-মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রতারক ডায়মন্ড উধাও!ধরতে লক্ষ টাকা পুরুস্কার ঘোষণা। সে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে এবং বিত্তবান ও সহজ মানুষদের সাথে নানান কায়দায় বন্ধুত্ব করে এবং প্রতারনা করে এলাকা ত্যাগ কর বলে জানা যায় ।
খোজ নিয়ে জানাযায় তার প্রকৃত বাড়ি নীলফামারী জেলায় ।
বিভিন্ন দেশে লোক পাঠানো ও চাকুরি দেওয়া, ঠিকাদারি কাজ পাইয়ে দেয়া ও এমপি – মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রতারক ডায়মন্ড উধাও ভুক্তভোগীরা দিশেহারা,মামলা দায়ের,ফেরারি আসামী নুরুন নবী শাহ ওরফে ডায়মন্ড ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার গোয়ালপাড়া সবুজ প্রাইমারি স্কুল সংলগ্ন বাবুল কমিশনারের মহল্লার মৃত গফুর শাহ ও মৃত জোহরা বেগমের ছেলে প্রতারক নুরুন নবী শাহ ওরফে ডায়মন্ড।
সে লোকজনের কাছ থেকে সু-কৌশলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় । ইতালি, ইউরোপ, আমেরিকা,লন্ডন, কানাডা,কুয়েত ও দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে মোটা অংকের বেতনে চাকরি দেয়ার নামে, ব্যাংকে লোন করে দেওয়ার, এছাড়া ও প্রতারক ডায়মন্ড বলে থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা আমার আন্টি, দিপু মনি আমার বোন,ববি আমার বান্ধবি।।
ভুক্তভোগীদের মধ্য রয়েছে ঠাকুরগাঁও জেলার গোয়ালপাড়ার জাহেরের ছেলে আরশাদ পলাশ, ঢাকা নবাবগঞ্জের দুলালের ছেলে মিন্টু নাসরুল্লা, দিনাজপুরের আবুল কাশেম সহ আরো অনেকে ডায়মন্ডকে টাকা দিয়ে আজ পথে বসেছে।এসব কাজের সহযোগীতা করে বা ইন্ধন জোগায় ডায়মন্ডের শশুর আজিজ মুহুরি, স্ত্রী দিলরুবা, শ্যালক আবু সাভা এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা ডায়মন্ডের ফোন বন্ধ পাওয়া যায় বলে জানান।
ময়মনসিংহ জেলার অধ্যক্ষ সিরাজুল ইসলামের ছেলে সিদ্দিকুর রহমান সিদ্দিক। মগবাজারের এসপি অফিসের পিছনের বাড়িতে ৪ তলায় ভাড়ায় থাকে। ভুক্তভোগীরা ডায়মন্ডকে না পেয়ে বিভিন্ন জেলার থানায় মামলা করেন। তার ওয়ারেন্টে পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে। তার সন্ধান দাতা বা ধরিয়ে দিলে নগদে ১ লক্ষ টাকা পুরুস্কার দেয়া হবে। যোগাযোগ ০১৯১২৭৫০০৮৩। অত্র ঠাকুরগাঁও রোড এলাকার বিশিষ্ট্য পেট্রোল পাম্পের মালিক মোস্তাক আলির কাছ থেকেও এই প্রতারক মোটা অংকের টাকা হাতিতে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে ।