admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২০ ১২:৪৫ অপরাহ্ণ
রবিবার থেকে টানা ১০ দিন বুড়িমারী স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। মোদি সরকার ঘোষিত জনতা কারফিউ’র কারণে রবিবার আর করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নয় দিন বন্ধ থাকছে এই স্থলবন্দর। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, প্রথমে বুড়িমারীর ওপারে ভারতীয় চ্যাংড়াবান্দা স্থলবন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রবিবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত জনতা কারফিউ’র সমর্থনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ২৩ মার্চ সোমবার থেকে ৩১ মার্চ মঙ্গলবার পর্যন্ত বুড়িমারী চ্যাংড়াবান্দা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়। তবে এ সময় ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা তাদের দেশে যেতে পারবেন।
বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত শনিবার রাতে দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জনতার কারফিউ এবং করোনাভাইরাসের কারণে ৩১ মার্চ পর্যন্ত স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।