admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ মার্চ, ২০২০ ৬:১২ অপরাহ্ণ
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারের ২ পেঁয়াজ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের ঠুমনিয়া গ্রামের রফিকুল ইসলাম ও চাড়োল ইউনিয়নের মধুপুর গ্রামের গোলাম রব্বানী। শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন ভ্রাম্যমান আদালতে এ রায় প্রদান করেন।
ইউএনও জানান, ২ জন ব্যবসায়ী করোনা ভাইরাস কে পুজি করে পেয়াজ ৭০/৮০ টাকা দরে কেজি বিক্রি করছিল। ঘটনাস্থলে গিয়ে প্রমাণ মিললে তাদেরকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাকীদের সতর্ক করা হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।