মুরাদ হোসেন, যশোর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ
যশোর সদর উপজেলার বসুন্দিয়া, ৩০ পিচ ইয়াবাসহ রাকিব হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) রাত নয়টার দিকে বসুন্দিয়া মোড় বাজারের, যশোর-খুলনা মহাসড়কের পাশ থেকে তাকে আটক করা হয়।
আটক রাকিব হোসেন বসুন্দিয়া মোড় (কেফায়েত নগর) বিশ্বাস পাড়ার মোশাররফ ড্রাইভারের ছেলে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বসুন্দিয়া মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় যশোর-খুলনা মহাসড়কের পাশ থেকে সন্দেহ ভাজন হিসেবে রাকিবকে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, আটককৃত রাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতেই তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।