তহমিনা বেগম বিউটি,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ
দিনাজপুর পৌরসভায় ব্যাটারিচালিত অটো নিবন্ধনের ডিজিটাল নম্বর প্লেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বেলা ১২টায় পৌরভবনে সামনে আয়োজিত এক অনুষ্ঠানে দুইজন অটোচালকের হাতে ডিজিটাল নম্বর প্লেট তুলে দিয়ে ডিজিটাল নম্বর প্লেট বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসক বলেন, প্রতিযোগিতা নয়, যাত্রির নিরাপত্তা নিয়ে সবাই ভাববেন। সবাইকে নিয়ম মেনে চলাচল করার আহবান জানান তিনি। অনুষ্ঠানে দিনাজপুর পৌরসভার প্রশাসক রিয়াজ উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইসলাম খান, কমার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ পরিচালক মঞ্জুর মোর্শেদ সুমন।
পৌর নির্বাহী কর্মকর্তা মজিবর রহমান, বিআরটিএ দিনাজপুর দপ্তরের প্রতিনিধি, দিনাজপুর ট্রাফিক পুলিশের প্রতিনিধিসহ দিনাজপুর পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও ব্যাটারিচালিত অটোবাইক শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে এই সব চালকরা ট্রাফিক আইন মানে না। তাদের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতা মূলক করা জরুরী।