মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার লোটো শোরুমের ম্যানেজার পিন্টু আকন্দ (৩৮) হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মোঃ মোক্তার হোসেন (৩৫) কে গ্রেপ্তার করেছে র্যাব। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গি পূর্ব থানার স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর দিনগত রাতে দুপচাঁচিয়া সিও অফিস মোড় সংলগ্ন খন্দকার মার্কেটে অবস্থিত লোটো শোরুম বন্ধ করার সময় ৬–৭ জন দুষ্কৃতিকারী শোরুমে প্রবেশ করে। কথাবার্তার একপর্যায়ে তারা পিন্টু আকন্দকে জোরপূর্বক টানাহেঁচড়া করে শোরুমের সামনে রাখা একটি সাদা রঙের HIACE মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলেও দুষ্কৃতিকারীরা তাকে অপহরণ করে নওগাঁ সড়কের দিকে পালিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-চ-১৫-৩২৬৮।
পরদিন বগুড়ার আদমদীঘি থানার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমরভোগ-কোমরপুরগামী পাকা রাস্তার পাশে একটি পুকুরের উত্তর দিকে পিন্টু আকন্দের মরদেহ উদ্ধার করা হয়। তার নাক-মুখে স্কচটেপ লাগানো ছিল এবং শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ২৩ ডিসেম্বর দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৪/২০২৫, ধারাঃ ৩৬৪/৩০২/৩৪ (দণ্ডবিধি ১৮৬০)।
ঘটনার পর থেকে আসামিরা পলাতক থাকলেও রহস্য উদঘাটনে তদন্তে নামে র্যাব-১২ সিপিএসসি বগুড়া। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১২ ও র্যাব-১ (সিপিসি-২, উত্তরা) এর যৌথ অভিযানে গাজীপুর থেকে প্রধান আসামি মোক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, অনলাইন জুয়া সংক্রান্ত বিরোধ থেকেই এই অপহরণ ও হত্যাকাণ্ড সংঘটিত হয়। ভিকটিম পিন্টু আকন্দ অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম 1xBet-এর এজেন্ট ছিলেন। অভিযুক্তরা অনলাইন জুয়ায় বড় অঙ্কের টাকা হারিয়ে এজেন্টশিপ দখলের পরিকল্পনা করে এবং একপর্যায়ে পিন্টুকে শ্বাসরোধ করে হত্যা করে।