সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি। || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫ ৫:০০ পূর্বাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো ড্রেজার আতঙ্ক অবৈধ ডেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন কালে অভিযান, আসামীদের পলায়ন, মালামাল জব্দ ও মামলা প্রক্রিয়াধীন।
অবৈধ ডেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের সময় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ভূমি তেতুলিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। ৭ নং দেবনগর ইউপির শেখ গজ এলাকায় গ্রিল ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনকালে গ্রাম পুলিশদের সাথে নিয়ে ঘটনাস্থলে গেলে আসামীরা অভিযানের অবস্থান টের পেয়ে পলায়ন করেছে। এসময় অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত মেশিন পাইপ ও উত্তোলনকৃত পাথর জব্দ করা হয়েছে। তবে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন কারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ বিকালে এক গোপন সূত্রের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম আকাশ ও তেঁতুলিয়া মডেল থানার এস আই (নিরস্ত্র) বিধান চন্দ্র রায়ের সাথে চৌকস টহল টিম অভিযান পরিচালনা করেন। এসময় দেবনগড় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ রা জব্দকৃত মালামাল উদ্ধার করতে সহযোগিতা করেছেন।
তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের মৌজা-শেখাগছ, জেএল নং-৩২, এসএ খতিয়ান নং-৫৩১, দাগ নং- ৩৪৩৩ এর জমি হইতে আসামীগণ অবৈধ ভাবে ডেজার মেশিন দ্বারা পাথর ও বালু উত্তোলন করিতেছিল।টের পেয়ে আসামিরা করলেও তাদের ব্যবহৃত মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মূল্য লক্ষাদিক টাকা বলে এজাহার সূত্রে জানা যায়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, একটি মেশিন, ৮০ ফিট পাইপ, ও উত্তোলনকৃত পাথর।তবে পালাতক আসামীদের নামে তেঁতুলিয়া মডেল থানায় মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে। দেবনগড় ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো: আসাদুজ্জামান বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন ।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ রাসেদুল ইসলাম বলেন জব্দকৃত মালামাল জব্দতালিকা করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন আমি গোপন সংবাদের ভিত্তিতে জানার পর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্টেটেএস এম আকাশ কে অভিযানের নির্দেশ দিলে তিনি তৎক্ষণাৎ তেতুলিয়া মডেল থানার পুলিশ সহ অভিযান পরিচালনা করে । উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান নির্বাচনী কাজে ব্যস্ত থাকার সুযোগে দুষ্কৃতিকারীরা ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন এর সুযোগ পায় কিন্তু খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা নির্দেশ দেই।
আসামীরা আমাদের অভিযানের কথা টের পেয়ে পালিয়ে যায়। পরে তাদের পাথর উত্তোলনে ব্যবহৃত মালামাল জব্দ করা হয় এবং বিশেষ আইনে মামলার প্রক্রিয়া চলমান। তেঁতুলিয়ায় আর কখনও অবৈধ ভাবে ড্রেজার মেশিন চলতে দেয়া হবে না। এবং ভবিষ্যতেও না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।