মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুরে আজ ২০ ডিসেম্বর আসর বাদ ঢাকা মোড় কোচ স্ট্যান্ড চত্বরে উপজেলা শিবিরের উদ্যোগে জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, পার্বতীপুর উপজেলা শিবিরের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
বিকেল ৪ টা ৩০ মিনিটে ঢাকা মোড় কোচ স্ট্যান্ডে গায়েবি জানাজা শেষে বিক্ষোভ মিছিলটি পার্বতীপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ঢাকা মোড়ে৮ এসে শেষ হয়। মিছিলে শিবিরের ননেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক এতে অংশ নেন।
বিক্ষোভ সমাবেশটি বক্তব্য রাখেন, পৌর আমির খন্দকার আশরাফুল আলম, পার্বতীপুর যুব বিভাগের সভাপতি গোলাম মুক্তাদুর মুন্না,দিনাজপুর জেলা শিবিরের দপ্তর সম্পাদক সরোয়ার হোসেন,দক্ষিণ দিনাজপুর জেলা শিবিরের সেক্রেটারি আবুল কালাম আজাদ,পার্বতীপুর শিবিরের সভাপতি আসাদুল্লাহ আল গালিব, উক্ত সমাবেশে বক্তরা দাবি করেন, এই জঘন্যতম ঘটনাটি যারা ঘটিয়েছে বা যাদের এর পিছনে হাত আছে সবাইকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখী করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।