মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুরে আজ ১৯ ডিসেম্বর মাগরিব বাদ বাসটার্মিনাল চত্বরে এনসিপি জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, পার্বতীপুর জাতীয় নাগরিক পাটি এনসিপির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলে পার্বতীপুর জাতীয় নাগরিক পাটি এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক এতে অংশ নেন। বিক্ষোভকারীরা পার্বতীপুরে ওসমান হাদীর মৃত্যুতে রাস্তা কিছু সময় অবরোধ করে রাখেন। আজ ১৯ ডিসেম্বর রাত ৬ টায় পার্বতীপুর বাস টার্মিনালে এই বিক্ষোভ সমাবেশটি পালিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলার যুগ্ন আহবায়ক, বি বি এ, এল এল বি, ডি এইচ এম এস (ঢাকা) মোঃ তারিকুল ইসলাম, ও জোবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক দিনাজপুর জেলা।
পার্বতীপুর উপজেলার সদস্য সচিব জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, পৌর সভাপতি মোঃ নুরে আজম কিবরিয়া নবাব,পৌর সদস্য সচিব এইচ এম শামসুল ইসলাম, সোহেল রানা পৌর সাংগঠনিক সম্পাদক, পৌর সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ রানা ইসলাম পৌর যুগ্ম আহ্বায়ক, পার্বতীপুর উপজেলা ছাত্র শক্তির সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান সহ আরোও উপস্থিত ছিলেন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
উক্ত সমাবেশে বক্তরা দাবি করেন, এই জঘন্যতম ঘটনাটি যারা ঘটিয়েছে বা যাদের এর পিছনে হাত আছে সবাইকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখী করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির কথা জানান।