তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি। || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ
মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং জিয়া হার্ট ফাউন্ডেশন এর অঙ্গ প্রতিষ্ঠান সমূহের উদ্যোগে জেলা প্রশাসন চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও বিজয় র্যালী অনুষ্ঠিত।
১৬ ডিসেম্বর-২০২৫ মঙ্গলবার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং জিয়া হার্ট ফাউন্ডেশন এর অঙ্গ প্রতিষ্ঠান সমূহ জিয়া হার্ট ফাউন্ডেশন প্রাঙ্গণ থেকে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বিজয় র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়।
র্যালী শেষে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, ডাঃ মো. জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম,।
হাসপাতাল ম্যানেজার এএসএম আক্তার শামীম, পাবলিক রিলেশন এন্ড এ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান (পিন্টু)সহ জিয়া হার্ট ফাউন্ডেশন ও অঙ্গ প্রতিষ্ঠানসমূহের নেতৃবৃন্দ, শিক্ষক, চিকিৎসক-নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।