গোলাম রব্বানী,হরিপু্র-ঠাকু্রগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫ ১০:৩১ পূর্বাহ্ণ
আগামীর বাংলাদেশ হবে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, যে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল বাংলাদেশ,যে বাংলাদেশে মানুষ ফিরে পাবে হারানো ভোটাধিকার, এমনটি মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিগবা।
গতকাল বৃহস্পতিবার বিকাল পাঁচটায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরানী উচ্চ বিদ্যালয় মাঠে হরিপুর উপজেলা জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত ছাত্র যুব নাগরিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে এ কথা বলেন।
সিবগাতুল্লাহ সিগবা বলেন,আগামী জাতীয় নির্বাচনে কারো সাথে কোন বিষয়ে বিতর্ক করা যাবে না তবে কেউ যদি আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে চাই তবে আমরা শক্ত হাতে তা প্রতিহত করব।
তিনি আরো বলেন বিগত বিএনপি জামায়াত জোটে জামাতের যে দুজন মন্ত্রী ছিল তারা তিনটি মন্ত্রী দায়িত্ব পালন করছিল কিন্তু কোথাও কোনদিন কেউ দূর্নীতির ছাপ পায়নি।
সিবগাতুল্লাহ সিবগা বলেন,আগামীতে যদি বাংলাদেশ জামায়াতে ইসলামিক ক্ষমতায় আসার সুযোগ পায় তাহলে তরুনদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।
জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বিদেশে চিকিৎসা করার সুযোগ থাকা সত্ত্বেও তিনি নিজের দেশের চিকিৎসা নিয়ে তিনি দেশ প্রেমের পরিচয় দিয়েছেন ।
আগামীতে যদি বাংলায় জামাতে ইসলামী ক্ষমতায় যায় তাহলে এই দেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ।
হরিপুর উপজেলা জামায়াতে ইসলামি নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার জামায়াতের সাবেক আমির ঠাকুরগাঁও-২ আসনের জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আবদুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামী আমির বেলাল উদ্দীন প্রধান। উক্ত সম্মেলনে জামায়াতে ইসলামী কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন।