সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি। || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ
সীমান্ত ঘেঁষে হিমালয়ের পাদদেশে সর্বোত্তরের উপজেলা তেঁতুলিয়ার সর্বত্র শীতের প্রভাব বৃদ্ধি পেয়েছে শীত বস্ত্রের অভাবে গরিব দুঃখী মানুষের দুরবস্থা হয়ে পড়েছে। এদিকে তেতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা যায় গত তিনদিন ধরে তাপমাত্রা নেমে এসেছে ৯ ডিগ্রী সেলসিয়াসে।
তাপমাত্রা কমার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় হাসপাতলে শিশু ও বৃদ্ধদের চিকিৎসার জন্য ভর্তি করা হচ্ছে। শীত জনিত রোগে বৃদ্ধ ও শিশুদের ডায়রিয়া শ্বাস প্রশ্বাসের কষ্ট সহ বিভিন্ন জটিল রোগে দেখা দিয়েছে। শীতকাল আসার এখনো বেশ কয়েকদিন বাকি থাকলেও হেমন্তের এই দিনে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় খেটে খাওয়া মানুষ অতি কষ্টে দিনযাপন করছে।রাতের বেলায় কুয়াশার কারণে মহাসড়কে মোটরসাইকেল, বাস, ট্রাক চলাচল করতেও হিমশিম খাচ্ছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পাথর শ্রমিকের সংখ্যা হাজার হাজার। পুরুষ, মহিলা এবং বিভিন্ন স্থানে শিশু শ্রমিকরাও পাথর উত্তোলনের কাজে ভোর পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত ডাহুক, মহানন্দা, করতোয়া নদীর পানিতে নেমেব পাথর আহরণ করতে হচ্ছে শীতের কারণে শ্রমিকরা নদী থেকে অতি কষ্টে পাথর উত্তোলন করে কালাতিপাত করছে।
এ অবস্থায় খেটে খাওয়া পাথর শ্রমিক ও দুস্থদের মাঝে সরকারিভাবে শীতবস্ত্র হিসাবে কম্বল সুইটার বিতরণ করলে তারা শীতের তীব্রতা থেকে একটু হলেও রেহাই পাবে বলে অভিজ্ঞ মহলের ধারণা।