তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অনুমোদন দিয়েছে দুদক। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) রংপুর বিভাগীয় পরিচালক ৯ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অনুমোদন দেন।
দুদকের অনুমোদন পত্রে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১৭ (ছ) ধারা অনুসারে দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মনোনীত ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’ অনুমোদন করা হলো।
নবগঠিত এই কমিটিতে সমাজসেবী মোছাঃ তহমিনা বেগমকে সভাপতি ও ঘোড়াঘাট মহিলা কলেজের প্রভাষক মাসুম আলী শাহকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বলাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনছার আলী ও ছয়ঘট্টি দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আলতাফ হোসেন সরকার (সহ-সভাপতি), ব্যবসায়ী মো. মোফাজ্জল হোসেন, এনজিও কর্মী মো. আসাদুজ্জামান সবুজ, গৃহিণী মোছাঃ মোহছেনা, প্রধান শিক্ষক মো. মাহমুদ আলী মন্ডল এবং সদস্য) গৃহিণী মোছাঃ লুৎফুন নাহার লিপি।
নব অনুমোদিত ঘোড়াঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা গত সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।