ইব্রাহিম আলম সবুজ || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫ ৩:৩৫ পূর্বাহ্ণ
কুড়িগ্রামের রাজারহাটে দীর্ঘ ১৭ বছর পর উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়।বৃহস্পতিবার ৯ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ রোডের পাশে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে নতুন উপজেলা বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে উপস্থিত নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা,জেলা বিএনপির সদস্য সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ২ আসনে দলীয় প্রতীক প্রত্যাশীত পদপ্রার্থী আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব,রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য সচিব সাইদুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন,নজরুল ইসলাম,শহিদুল ইসলাম ব্যাপারী,যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস ও সদস্য সচিব নয়ন আলী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিসুর রহমান লিটন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী সহ বিএনপির জেলা উপজেলার বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।