মাহাবুব আলম || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
আমি কন্যাশিশু স্বপ্নগড়ি,সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ সভাকক্ষে বুধবার (৮অক্টোবর) জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে র্যালী শেষে আলোচনা সভায় প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত’র সভাপতিত্বে কন্যা শিশুর অধিকার, নিরাপত্তাও বিভিন্ন ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবার-সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী,বিএনপির সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, গণঅধিকার পরিষদ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন।
মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসহকারি গোলাম রব্বানী’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাবেক সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলাম, গণঅধিকার পরিষদ সভাপতি সোহরাব হোসেন,মহিলা দলের যুগ্নসম্পাদক আনার কলি,তথ্য কর্মকর্তা হালেমা খাতুন, ওয়ার্ল্ডভিশন প্রতিনিধি বিলকিস বেগম, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ।