মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর পার্বতীপুর শাখা কার্যালয়ে আজ ১৭ মে বিকেল ৩ টা ৩০ মিনিটে গ্রাহকের মাঝে মেয়াদপূর্তি চেক বিতরণ করেন। অনুষ্ঠানটি দুভাগে ভাগ করেন। প্রথমভাগ প্রশিক্ষণ কর্মশালা দ্বিতীয় ভাগে চেক প্রদান ও ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি পার্বতীপুর উপজেলা বিএনপি ও সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক। প্রধান আলোচক মোস্তফা আল কামাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজশাহী ও রংপুর বিভাগের সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী প্রধান কার্যালয় ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ফয়েজুুর রহমান পার্বতীপুুর ডিগ্রি কলেজ এবং কাজী রবিউল ইসলাম নান্নু সভাপতি ২ং মন্মথপুর ইউনিয়ন পার্বতীপুর, দিনাজপুর। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, জেনারেল ম্যানাজার (জি এম) মোঃ ফিরোজ সরদার সাজু।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিতিতে গ্রাহকের মাঝে প্রায় ২০ লাখ টাকার উর্ধে মেয়াদপূর্তির চেক বিতরণ করেন। চেক গ্রহণকারী হলেন, কাজী মোসাদ্দেকুল ইসলাম, হরিশচন্দ্র রায়, মোঃ মফিজউদ্দীন , ইয়াকুব প্রামানিক, মোঃ আবুল হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,প্রবেশনারী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়াও স্হানীয় ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।