জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি: শ্রমিক-মালিক এক হয়ে-গড়বো এ দেশ নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ পালিত হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শ্রমিক র্যালি, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল ইত্যাদি।
বুধবার (১ মে ২০২৫) সকাল সাড়ে ৯টায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের যৌথ আয়োজনে ও বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ হয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মােঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, চেম্বারের পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালি শেষে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শ্রমিক দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সবাপতিত্ব করেন দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক মোঃ ওসমান গনি। র্যালি ও আলোচনা সভায় আঞ্চলিক শ্রম দপ্তরের শ্রম কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম, মােঃ হুমায়ুন কবির, দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
দিনাজপুর জেলা শ্রমিক দলঃ মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বেলা সাড়ে ১২টায় জাতীয়তাবাদী শ্রমিকদল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জেল রােডস্থ দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তাকিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সভাপতি মোঃ মোকাররাম হোসেন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মােঃ নুরুল ইসলাম নুরু, দিনাজপুর হোটেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর পর শ্রমিকদল খোলা জায়গায় অনুষ্ঠান করতে পেরেছে। এতদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগ শ্রমিকদলকে স্বাধীনভাবে অনুষ্ঠান করতে দেয়নি। বক্তারা জেলা শ্রমিকদলকে সংগঠিত হয়ে দেশ ও দলের কল্যাণে কাজ করার আহবান জানান। সভায় বক্তারা শ্রমিকদের প্রাপ্যতা নিশ্চিতকরণ, ন্যায্য মজুরী ও চাকুরীর নিশ্চয়তা প্রদান, শ্রমিকদের সঠিকভাবে দায়িত্ব পালন, শ্রমিকদের জন্য ৮ ঘন্টা কর্মঘন্টা নির্ধারণ, শ্রমিকদেরকে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলার দাবি জানান।
আলোচনা শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।র্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতীদল, কৃষকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।শ্রমিক কল্যাণ ফেডারেশন
দিনাজপুর জেলা শাখাঃ মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে রেলওয়ে স্টেশন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় ১৭ বছর পর খোলা জায়গায় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন মে দিবস পালন করেছে।
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আনিসুর রহমান।
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার উপদেষ্টা মুহাদ্দিস ড. এনামুল হক, এ্যাড. মাইনুল আলম, দিনাজপুর শহর শাখার উপদেষ্টা সিরাজুস সালেহীন, মাওলানা মুজিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার সভাপতি রাশেদুল ইসলাম রিপন, সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল রানা, সহ-সভাপতি হোসাইন আলী, শহর ট্রেড বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলামী শ্রমনীতি চালু হলে দেশে কোন কর্মহীন মানুষ থাকবে না। কেবল ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা হলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পিরে পাবে। বক্তারা ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার দাবি জানান।
আলোচনা সভা শেষে দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বর থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার উদ্যোগে এক বিশাল র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাহাড়পুরস্থ জেল জামায়াত কার্যালয় গিয়ে শেষ হয়।
র্যালিতে শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা, শহর ও সদর উপজেলা শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
দিনাজপুর হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক দলঃ মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক দল দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেল রোডস্থ দিনাজপুর জেলা বিএনপির কার্যালয় গিয়ে শেষ হয়।
র্যালিতে দিনাজপুর জাতীয়তাবাদী হোটেল শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, দিনাজপুর হোটেল শ্রমিকদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মোতাহারুল আলম