admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জুলাই, ২০২৪ ৯:৪১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান: সাভারের আশুলিয়ায় ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ডেকে নিয়ে সর্বস্ব লুট ও সন্ত্রাসীদের ছুরিকাঘাতে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজ মোল্লা (৩০) নামে এক যুবককের মৃত্যু। এঘটনায় রনি (২০) নামে আরো একজন আহত হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) দুপুরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবককের মৃত্যু হয়। এরআগে রোববার (৩০ জুন) বেলা ১২ টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের মোকামটেক এলাকায় এঘটনা ঘটে।
নিহত ফিরোজ মোল্লা ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চৌটাইল মহল্লার মৃত মতি মিয়ার ছেলে। সে কৃষি কাজ করতেন।নিহতের মামাতো ভাই মঙ্গল মন্ডল বলেন, ভাতিজা রনির সাথে ফেসবুকে এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক হয়। রনিকে ওই ফেসবুক আইডি থেকে ৩০ জুন দেখা করতে বলে। পরে রনি ও তার চাচা ফিরোজ মোল্লাকে নিয়ে একটি মোটরসাইকেলে করে সাভারের জামসিং ওই মেয়ের সঙ্গে দেখা করতে যায়।
কিন্তু ওই ফেসবুক আইডি থেকে অন্য জায়গায় দেখা করার জন্য বলে রনিকে । পরে রনি ও ফিরোজ আশুলিয়ার মোকামটেক যায় দেখা করার জন্য। সে সময় একটি ব্যাটারি চালিত রিকশায় করে ৩/৪ জন আসে ছুরি নিয়ে। এরপরে ফিরোজ ও রনির মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় এবং মোটরসাইকেল নেওয়ার চেষ্টা করে। এসময় বাঁধা দিলে সন্ত্রাসীরা ফিরোজ ও রনিকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।
নিহতের ভাইয়ের ছেলে হাদার মোল্লা বলেন. চিকিৎসাধীন অবস্থায় দুপুরে চাচার মৃত্যু হয়েছে। ছুরি দিয়ে আঘাতের ঘটনায় আশুলিয়া থানায় আমি একটি মামলা করেছিলাম’ বলে জানান তিনি।
এবিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাকসুদুর রহমান বলেন,খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এঘটনার সাথে জড়িত তিন যুবককে আটক করেছে পুলিশ। ছুরিকাঘাতের ঘটনায় নিহতের ভাইয়ের ছেলে একটি মামলা দায়ের করেছিল’ বলে জানান পুলিশের ওই কর্মকর্তা ।