admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:৩৪ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারের বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন জনির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শানিবার ০৩ (ফেব্রায়ারি) বেলা ১২ টায় উপজেলার সান্তাহার-নওগাঁ মেইন রোডে ঘোড়াঘাট ব্যবসায়ী সমিতির সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেনঃ আশরাফুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক সান্তাহর বনিক সমিতির, মোঃ ঢাবলু, সভাপতি ঘোড়াঘাট ব্যবসায়ী সমিতি, মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ঘোড়াঘাট ব্যবসায়ী সমিতি, আহত জনির বড় ভাই ইমাম হোসেন সনি, স্থানিয় ব্যবসায়ী মতি, সুইট ও এমরানসহ শতাধিক ব্যবসায়ীরা। বক্তারা জনির উপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ, গত ৩১ জানুয়ারি বুধবার রাত সাড়ে নয়টার দিকে জনি ব্যবসায়ীক কাজ শেষে বাসায় ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে সান্তাহার-নওগাঁ সড়কে হোটের মল্লিকা’ইন এর সামনে মুখোশ ও হেলমেটধারি একদল সন্ত্রাসী জনির উপর হামলা চালায়। তাকে মারাত্মক আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় পরদির বৃহস্প্রতিবার নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়। সান্তাহার ব্যবসায়ী সমিতি এর প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছ।