admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ জুন, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ
সোহরাওয়ার্দী খোকন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শমসের আলী নামের এক কৃষকের ৭৫ শতক জমির প্রায় ৩’শ লাউ গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। ঘটনা ঘটেছে ১৪ জুন গভির রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল রাউতনগর সিবুপাড়া নলদিঘি পুকুর পাড়ে।
উপজেলা থেকে প্রায় ১৫ কিঃ দক্ষিণ পশ্চিমে হোসেনগাঁও ইউনিয়নের রাউত নগর সিবুপাড়া নলদিঘি পুকুর পাড়ে রাস্তার ধারে সবজির বাগানটি অবস্থিত। শমসের আলী বলেন, তিনি জমির মালিক জালাল উদ্দিনের কাছ থেকে ডের বিঘা জমি বর্গা নেই। সেই জমিতে দিনমজুর শমসের আলী বুকভরা আশা নিয়ে লাউয়ের চাষ করে। তিনি বলেন, তার আর কোন আবাদ নেই।
দিনমজুর দেন আর লাউ বাগানে রাত-দিন শ্রম দিয়ে থাকে। যত্ন নেওয়ার ফলে বাগানে অসংখ্য লাউ ধরেছিল। হঠাৎ রাতে তার বাগানের গাছগুলো কেটে দিয়েছে দূর্বৃত্তরা। শমসের আলীর পরিকল্পনা ছিল লাউ বাগান থেকে মোটা অংকের টাকা আয় করে সংসারের কাজে লাগাবেন। তা হতে দিলনা সমাজের কতিপয় হিংস্র মানুষগুলো।
তিনি বলেন ছেলের মত করে গাছগুলো লালন পালন করেছিল। শমসের ওই হিংস্র ব্যক্তিদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পুলিশ প্রশাসনের কাছে। এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ গুলফামুল মন্ডল বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে অপরাধীদের খুজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।