admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ
উচ্চপ্রু মারমা, রাজস্থলী রাঙ্গামাটিঃ কাপ্তাই সড়কে সিএনজি ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছে। রবিবার (১জানুয়ারি) সকালে রাইখালী ইউনিয়নের রিফিউজি পাড়ার তালুকদার ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনাটি হয়।
আহত ব্যক্তি- অমরকান্তি দে (৪৬) ও শিবু ধর (৪০), তারা খাগড়াছড়ি জেলা বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, লিচুবাগান বাজার হতে বাঙ্গালহালিয়া গিরিধারী সেবা কুঞ্জে হিন্দুধর্মের ধর্মীয় অনুষ্ঠানে ছেড়ে যায় সিএনজি। পথিকের মধ্যে বিপরীত মুখী মোটর সাইকেল সাথে সিএনজি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুই যাত্রী গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা উদ্ধার করে চন্দঘোনা মিশন হাসপাতালে প্রেরণ করা হয়।
চন্দ্রঘোনা মিশন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।