admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ
সনত চক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক যুবককে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে বোয়ালমারী উপজেলার অগ্রনী ব্যাংকের সামনে থেকে ওই যুবককে অপহরণ করে বলে অভিযোগ। অপহৃত যুবকের নাম সায়েদুল ইসলাম (৩০)। তিনি উপজেলার গুনবহা ইউনিয়নের বাসিন্দা। জানা যায়, সায়েদুল ইসলাম নামের ওই যুবক সোমবার দুপুরে বোয়ালমারী বাজারের অগ্রণী ব্যাংকের সামনে থেকে অপহৃত হন। মঙ্গলবার সকাল দশটার দিকে একই উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী বাজার থেকে কৌশলে সায়েদুল অপহরণকারীদের জিম্মা থেকে বের হয়ে বাড়ি ফিরে যায়।
বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে অপহরণের বিষয়টি কাগজে লিখে জানান। তাকে অপহরণের পর পয়জনমিশ্রিত কোন ইনজেকশন দেয়া হয়েছিল বলে পরিবারকে কাগজে লিখে জানিয়েছেন। অপহরণের পর থেকে সায়েদুল বাকরুদ্ধ। তিনি কথা বলতে পারছেন না। বাড়িতে ফেরার পর তার শারীরিক বিপর্যস্ততা দেখে পরিবারের সদস্যরা সাথে সাথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। সেখান থেকে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকায় প্রেরণ করা হয়।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডা: শাকিলা বলেন, সায়েদুলের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।