admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল, ব্যুরো প্রধান রংপুরঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাউসিয়া কমিটি রংপুর জেলা শাখার জশনে জুলুছে পালিত হয়েছে। মহানবী হযরত মুহম্মদ (সা:) জন্ম ও ওফাত দিবস (ঈদ-এ-মিলাদুন্নবী)। ধর্মীয় ভাবগাম্বিরর্য্যর মধ্য দিয়ে যথাযথভাবে পালিত হয়েছে।
রবিবার সকাল ৯ টায় গাওসিয়া কমিটি বাংলাদেশ রংপুর জেলা শাখার আয়োজনে টেবিল টেনিস প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটির নগরির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি পূনঃরায় টেবিল টেনিস প্রাঙ্গনে এসে (ঈদ-এ-মিলাদুন্নবী) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ আব্দুল কাদের খোকন। কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শরীফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা মোঃ আনিফুল ইসলাম, আইয়ুব আলী, সাইদার রহমান, মাওলানা মোঃ আবুল কাশেম, মাওলানা মোঃ রুহুল আমিন, মাওলানা মোঃ রশিদুল ইসলাম, আলহাজ মজিবর রহমান, মাওলানা মোঃ রোজাউল ইসলাম মাওলানা মোঃ আব্দুস ছালাম প্রমুখ।