admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০১৯ ১২:৪৩ অপরাহ্ণ
বিএসএফের গুলিতে নিহত হওয়ার ২২ দিন পর এক বাংলাদেশির লাশ ফেরত দেয়া হয়েছে। রোববার রাত পৌনে ১০ টায় বিজিবি-বিএসএফের এক পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ ফেরত দেয়া হয়। আবদুর রহিম (৫০) নামের নিহত ওই ব্যক্তির বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া ইউনিয়নের বাউলিয়া গ্রামে। তার বাবার নাম আবুল কাসেম।
ভারতের হাবাশপুর এলাকার ৬০ নম্বর মেইন পিলারের পাশে তাকে গুলি করে হত্যা করে বিএসএফ। লাশ ফেরত দেয়ার সময় নিহতের স্বজনরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এর আগে তার লাশ ফেরত পেতে বিজিবি কয়েক দফায় বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু এতদিনে কোনো সাড়া পাওয়া যায়নি। অবশেষে মহেশপুর সীমান্তের পলিয়ানপুর এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ ফেরত দেয়া হয়েছে।