admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০১৯ ১০:৩৫ পূর্বাহ্ণ
ভারত সরকার জাতীয় নাগরিক পঞ্জীকরণ (এন আরসি) চুড়ান্ত করে আসামের মুসলমান নাগরিকদের অবৈধ বাংলাদেশী আখ্যা দিয়ে বাংলাভাষীদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে। আটক শত শত বাংলাভাষীদের বিভিন্ন সীমান্তপথে ঠেলে দেয়া হচ্ছে বাংলাদেশে। কয়েক দফায় তিন শতাধিক বাংলাভাষীকে বাংলাদেশে পাঠানো হয়েছে। বাংলাভাষীদের ঠেলে পাঠানোর ঘটনায় ক্রমাগতভাবে বাড়ছে সীমান্তে উত্তেজনা। বিজিবি সূত্রে জানা গেছে, এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জি) আতঙ্কে চলতি মাসের ১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত অবৈধ অনুপ্রবেশের দায়ে ২১৪ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে স্থানীয়রা বলছেন, বিজিবি প্রতিদিন যতজনকে আটক করেছে, অনুপ্রবেশ করছে তার চেয়ে অনেক বেশি।স্থানীয়দের দাবি, মহেশপুর উপজেলার জুলুলী, খোসালপুর, বাঘাডাঙ্গা, পলিয়ানপুর ও শ্যামকুড় সীমান্ত দিয়ে প্রতদিন অবৈধভাবে ভারত থেকে রাতের অন্ধকারে শত শত নারী-পুরুষ প্রবেশ করছেন।