admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ মার্চ, ২০২২ ৬:৪৮ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ৩ মার্চ বৃহস্পতিবার পালন করা হয়নি, ১২ নং– সালন্দর ইউনিয়নে । এই ইউনিয়নে কি, আওয়ামী লীগের লোকজন নেই ! এরা কি, নিজের আশা পূরণ করার জন্য আওয়ামী লীগ করে । ঠাকুরগাঁও জেলার সব ইউনিয়নে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন পালন করা হয়েছে । এতে মনে করা যায়, সালন্দর ইউনিয়নে আওয়ামী লীগের লোকজন সঠিক আওয়ামী লীগ নয়!
তারা বিভিন্ন দল থেকে এসে আওয়ামী লীগ করছেন । যারা বঙ্গবন্ধুর আদর্শকে মানে না তারা কিসের আওমীলীগ ! মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে উদযাপন করতে পারতেন,, কিন্তু তা পালন করে নাই । ১২ নং সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মাজেদুর রহমান , মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কোন ভূমিকা পালন করেন নাই। সরকারের যাবতীয় সুযোগ-সুবিধা নেওয়ার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মাজেদুর রহমান কঠোর ভূমিকা পালন করেন।
কিন্তু সরকারের আইন ও সরকারের প্রোগ্রাম পালন করতে অনীহা প্রকাশ করেন । এই হচ্ছে আওয়ামী লীগের নেতাদের কার্যক্রম । এরাই হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের হাইব্রিড নেতা । সরকারি নির্দেশ অনুযায়ী ১২ নং-সালন্দর ইউনিয়ন পরিষদে মহান স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন পালন করা কথা। কিন্তু সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করে নাই। সরকারের নির্দেশকে অমান্য করেছেন সালন্দর ইউনিয়ন পরিষদ।