admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২১ ১০:২৮ অপরাহ্ণ
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী জলি ও রহমত আলী দম্পতি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় দুই অভিনয় শিল্পী রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলি। পর্দায় বিভিন্ন চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে তারা স্বামী-স্ত্রী। বর্তমানে তারা রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঢাবি, থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক আশিকুর রহমান লিয়ন এ তথ্য নিশ্চিত করেছেন। একই বিভাগের শিক্ষক রহমত আলী ও জলি।
করোনায় আক্রান্ত হওয়ার পর গত ২২ নভেম্বর থেকে এই দম্পতি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান লিয়ন। লিয়ন সংবাদ মাধ্যমকে বলেন, দুই জনের মধ্যে জলি ম্যাডামের অবস্থা সংকটাপন্ন। তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। রহমত আলী ও জলি দম্পতি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠেন সেজন্য সকলের কাছে দোয়া চান তিনি।
জানা যায়, গত ১৭ নভেম্বর প্রথম ওয়াহিদা মল্লিক জলির করোনা শনাক্ত হয়। শুরুতে বাসায় থেকে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হওয়ায় গত ২২ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রহমত আলীরও করোনা শনাক্ত হয়। এরপর তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।