admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২১ ৯:২৮ অপরাহ্ণ
মস্কোতে লকডাউন মৃত-সংক্রমণে রেকর্ড। করোনায় সংক্রমণ ও মৃত্যু রেকর্ড সংখ্যক হওয়ায় রাশিয়ার রাজধানী মস্কোতে ১১ দিনের লকডাউন জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার এই কঠোর বিধিনিষেধ জারি করা হয়। টিকাদান কর্মসূচিতে স্থবিরতা দেখা দেয়ার প্রেক্ষাপটে এমন পদক্ষেপ নেয়া হলো। এএফপি জানায়, করোনার সংক্রমণ ঠেকাতে আজ থেকে ১১ দিন কঠোর লকডাউন জারি করা হয়েছে মস্কোতে। যা আগামী ৭ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
এই সময়ে সকল খুচরা দোকানপাট, স্কুল-কলেজ, রেস্তোরাঁ, ক্রীড়া ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে। তবে দৈনন্দিন খাবার ও ওষুধের দোকানসহ জরুরি পরিষেবাগুলো খোলা থাকবে। দেশটিতে গত কয়েকদিন ধরে করোনার সংক্রমণ ও মৃত্যুর হারে নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। পরিস্থিতি আরো খারাপের দিকে যাতে না যায়, সে জন্য লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে আগামী ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশপ্যাপী সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
করোনায় বুধবার ১ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট প্রাণহানির সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ৮৯৮ জনে পৌঁছেছে। ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৩ লাখের বেশি রাশিয়ান। আক্রান্ত ও মৃত্যুর আসল সংখ্যা আরো বেশি বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশ্বের যেসব দেশ করোনা মহামারিতে সবচেয়ে বিপর্যয়ের মুখে পড়েছে, রাশিয়া তার মধ্যে অন্যতম। তার পরেও পশ্চিমা দেশগুলোর মতো এতদিন কঠোর লকডাউনের পথে হাঁটেনি ভ্লাদিমির পুতিনের সরকার। বরং টিকাদান কর্মসূচি সবার আগে শুরু এবং বিস্তৃত করার চেষ্টা করা হয়।
তবে নিজেদের তৈরি টিকা স্পুটনিক-৫ প্রয়োগের কার্যকারিতা নিয়ে সন্দেহ থাকায় অনেকেই এটি নিচ্ছেন না। দেশটির মাত্র ৩২ শতাংশ মানুষ এখন পর্যন্ত সম্পূর্ণ ডোজ টিকা নিয়েছেন। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে জনগণকে বারবার সতর্ক করে আসছে ক্রেমলিন।