admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২১ ১০:৩৩ অপরাহ্ণ
বিশ্বব্যাংক জানিয়েছে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৪ শতাংশ। চলতি ২০২১-২২ অর্থবছর শেষে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ। এর আগে এক বিবৃতিতে বিশ্বব্যাংক তার পূর্বাভাসে ৫ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির কথা জানিয়েছিল। এবার রপ্তানি আয়ের পুররুদ্ধার এবং ভোগব্যয় বৃদ্ধি হয়েছে জানিয়ে বিশ্বব্যাংক বলছে, আগের পূর্বাভাস নয়, বছরশেষে বাংলাদেশের জিডিপি গিয়ে দাঁড়াবে ৬ দশমিক ৪ শতাংশে।
আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) ‘শিফটিং গিয়ারস: ডিজিটাইজেশন অ্যান্ড সার্ভিস লেড ডেভেলপমেন্ট প্রোজেক্ট’ শিরোনামে প্রকাশ করা দক্ষিণ এশিয়ার সর্বশেষ অর্থনৈতিক পূর্বাভাসে এসব কথা বলেছে বিশ্বব্যাংক। তারা জানিয়েছে, মহামারি করোনা পেরিয়ে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এভাবে চললে জিডিপিও বাড়বে ঠিকঠাক।
প্রকাশিত প্রতিবেদনে বিশ্বব্যাংক আরও জানিয়েছে, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই দেশটিকে সহায়তা করে আসছে বিশ্বব্যাংক। এখন পর্যন্ত সহায়তার সেই সংখ্যা ৩০ বিলিয়ন ডলারেরও বেশি। ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে বাংলাদেশের। ২০২৬ সাল থেকে সেই পথচলা শুরু করবে দেশটি।