admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২১ ১০:০৮ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় টাকার ওপর লেখা, সিল ও স্টাপলিং নিষিদ্ধ। আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। আগে থেকেই এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা থাকলেও বিষয়টি মানা হচ্ছিল না।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, অনেক সময় ব্যাংক নোটের বান্ডেলে সংশ্লিষ্ট ব্যাংকের শাখার নাম, নোট গণনাকারীর স্বাক্ষর, তারিখ সম্বলিত লেবেল কিংবা সিল মারার প্রয়োজন হয়।
এক্ষেত্রে টাকার ওই বান্ডেল একটি প্যাকেটের মধ্যে রেখে তবেই এসব কাজ করতে বলা হয়েছিল, যা ইদানিং মানা হচ্ছে না। সবচেয়ে বড় সমস্যার সৃষ্টি হয় স্টাপলিং করার কারণে। এতে নোটের এক পাশ সহজেই ছিড়ে যায়।
তাতে ভোগান্তির শিকার হন গ্রাহকরা। একই সাথে রাষ্ট্রেরও অর্থের অপচয় হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এমন কর্মকাণ্ড ক্লিন নোট পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে অন্যতম বড় বাধা। তাই এসব থেকে বিরত থাকতে হবে।