admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২১ ৮:০২ পূর্বাহ্ণ
নোয়াখালীর বসুরহাটে কাদের মির্জার নেতৃত্বে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ। দেশের রাজনীতিতে নানা কারণে আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। এবার কাদের মির্জার নেতৃত্বে একজনকে তুলে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। জানা গেছে, নির্যাতনের শিকার ওই ব্যক্তি জেলার কোম্পানীগঞ্জ জাতীয় পাটির (জাপা) সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন (৫৯)।

তাকে বুধবার বিকালে তুলে নিয়ে ৫ ঘণ্টা পৌর ভবনের একটি কক্ষে আটকে রেখে নির্যাতন করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার বিকাল পর্যন্ত প্রায় অচেতন অবস্থায় রয়েছেন তিনি, অভিযোগ পরিবারের। স্বপনের ছেলে মাহমুদুল ইসলাম জানান, নির্যাতন শেষে গতরাত ১১টায় তার বাবাকে উপজেলা জাপার সভাপতি আবদুল লতিফের হাতে তুলে দেয়া হয়। পরে গুরুতর অবস্থায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয় তাকে।
বৃহস্পতিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে চিকিৎসকের পরামর্শে বাসায় রাখা হয়েছে। এ বিষয়ে জাপা নেতা আবদুল লতিফ বলেন, রাতে কাদের মির্জা পৌর জাপার সভাপতি নুরুল হক সবুজকে ফোন করে পৌরসভা কার্যালয়ে ডেকে পাঠান আমাকে। পরে সেখানে গিয়ে স্বপনকে বসা অবস্থায় পেলেও বেশ অসুস্থ মনে হয়। সেখান থেকে নিয়ে এসে তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে কাদের মির্জার মুঠোফোনে একাধিকবার কল করে সাড়া পাওয়া যায়নি। পরে এসএমএস পাঠানো হলেও কোনো জবাব আসেনি। কোম্পানীগঞ্জ থানার ওসি সাইফুদ্দিন আনোয়ারের বক্তব্য, বিষয়টি শুনেছেন মাত্র, অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।