admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২১ ৭:৫৩ অপরাহ্ণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০০০ জনের মৃত্যু রেকর্ড করেছে অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ দেশটিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার মৃত্যু রেকর্ড করেছে আজ সোমবার। করোনার ভয়াবহ ধরন ডেল্টার (ভারতীয় ভ্যারিয়েন্ট) সংক্রমণ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে দেশটি। ব্রিটিশ সংসাদ মাধ্যম বিবিসি আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত দেশটিতে ১ হাজার ৩ জনের মৃত্যু হলো করোনায়। ভাইরাসটি মোকাবেলায় সফল দেশগুলোর তুলনায় যা অনেকটাই কম। এর কারণ হলো- প্রাথমিকভাবেই করোনা নিয়ন্ত্রণে বেশ সফলতা দেখায় অস্ট্রেলীয় কর্তৃপক্ষ।
অবশ্য মহামারি শুরুর পর থেকে এই মুহূর্তে দেশটিতে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটছে। জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সিডনিতে যে হারে সংক্রমণ ধরা পড়ছে, তাতে অস্ট্রেলিয়া সরকারের এতদিনের কৌশল খানিকটা চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং স্বাস্থ ব্যবস্থাপনায় টান পড়েছে। আজ দেশটির নিউ সাউথ ওয়েলস স্টেটে, যার রাজধানী সিডনি, ৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
অপরদিকে, আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ২১৮ জন। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, যদিও অস্ট্রেলিয়ার জনগোষ্ঠীর একটা বড় অংশ কোভিড-১৯ প্রতিরোধী টিকা (ভ্যাকসিন) নিয়েছে, তার পরও আগামী অক্টোবরে দেশটিতে ভাইরাসটিতে সংক্রমণের হার এবং মৃত্যু সংখ্যা বাড়তে পারে। সিডনি, মেলবোর্ন ও ক্যানবেরায় সংক্রমণ শনাক্তের পর অস্ট্রেলিয়ার অর্ধেকের বেশি জনগোষ্ঠী লকডাউনের মধ্যে রয়েছে।
দেশটির স্বাস্থ্য বিভাগের বলছে, বর্তমানে যে হারে টিকাকরণ চলছে তাতে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত অস্ট্রেলিয়ায় ৭০ শতাংশ মানুষ করোনার টিকা পাবে। বর্তমানে দেশটির প্রাপ্ত বয়স্ক জনগোষ্ঠীর ৩৪ শতাংশ কোভিড-১৯ এর টিকা পেয়েছে। অবশ্য টিকার প্রথম ডোজ পাওয়ার হার ৫৭ শতাংশ।