admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২১ ৮:০৯ পূর্বাহ্ণ
বাংলাদেশে পৌঁছেছে চীনা কোম্পানি সিনোফার্মের আরো ১৭ লাখ টিকা। কোভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) আরো ১৭ লাখ ডোজ দেশে পৌঁছেছে। চীনা কোম্পানি সিনোফার্মের এসব টিকা বহনকারী ফ্লাইটটি আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বিমানবন্দর সূত্রে জানা যায়। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার ভোর সোয়া ৫টায় বেইজিং এয়ারপোর্ট থেকে ফ্লাইটটি ১৭ লাখ টিকা নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়।
করোনার টিকার বৈশ্বিক প্লাটফর্ম কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের এসব টিকা পাঠানো হয়েছে। কোভ্যাক্সের আওতায় এই প্রথমবারের মতো চীন থেকে টিকা এলো দেশে। বিষয়টি নিশ্চিত করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বলেন, চীন থেকে ১৭ লাখ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
টিকাগুলো রিসিভ করতে ইতোমধ্যে বিমানবন্দরের ভেতরে অবস্থান করছে স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম। প্রসঙ্গত, গত ৩ জুলাই চীন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে কেনা টিকার ২০ লাখ ডোজ দেশে এসেছে। এর পর ১৭ জুলাই দ্বিতীয় দফায় আরো ২০ লাখ ডোজ টিকা দেশে আসে। এ ছাড়া গত ৩০ জুলাই এসেছে আরো ৩০ লাখ টিকা। তবে এই প্রথমবারের মতো চীন থেকে কোভ্যাক্সের আওতায় টিকা এলো।
অন্যদিকে, চীন সরকার বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে। এর মধ্যে গত ১২ মে প্রথম দফায় বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন। এ ছাড়া দ্বিতীয় দফায় আরো ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় দেশটি।