admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২১ ৮:৫৪ পূর্বাহ্ণ
একটি উটের দাম কোরবানির হাটে হাঁকছেন ২৫ লাখ টাকা। পবিত্র ঈদ-উল- আজহা উপলক্ষে প্রতি বছরই রাজধানীর কোরবানির হাটে উট ও দুম্বার দেখা মেলে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। রাজধানীর সবচেয়ে বড় কোরবানির পশুর হাট গাবতলীতে এবার উঠেছে উট ও দুম্বা। উটের মালিক দাম হাঁকছেন ২৫ লাখ টাকা।ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাটে আজ রোববার দেখা যায়, মরুভূমির জাহাজখ্যাত উট নিয়ে এসেছেন একজন বিক্রেতা। গত শুক্রবারই এসব উট গাবতলী হাটে নিয়ে আসা হয়েছে বলে জানা যায়।
মানিকগঞ্জের সিংগাইর থেকে উটগুলো আনা হয়েছে। উটের মালিক আমজাদ হোসেন জানান, উটগুলো হাটে আনার পর থেকেই সবাই এক নজর দেখার জন্য আসছেন। সবাই শুধু দাম জানতে চান, দাম শোনার পর চলে যান। কিন্তু কেনার মতো সে রকম কোনো গ্রাহক পাওয়া যাচ্ছে না। এভাবেই গত দুই দিন ধরে চলছে। উটের দাম বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি।
তিনি আরো বলেন, প্রথম থেকেই উটের দাম চাচ্ছি ২৫ লাখ টাকা। কিন্তু উট কেনার মতো সে রকম ক্রেতা দেখছি না। কেউ ১২ লাখ কেউ ১৫ লাখ টাকা দাম করছেন। তবে ২২ লাখ টাকা হলে উট ছেড়ে দেবেন বলে জানান আমজাদ হোসেন। উট ছাড়া দুম্বাও এনেছেন আমজাদ হোসেন। সাইজ অনুযায়ী সেগুলোর দাম হাঁকছেন সাড়ে ৩ থেকে ৭ লাখ টাকার মধ্যে। তিনি বলেন, আমাদের দেশে খুব একটা বিক্রি হয় না এগুলো। সাধারণত কেউ কেউ শখ করে উট বা দুম্বা কোরবানি করেন। কিন্তু এখন পর্যন্ত সেই শখের মানুষেরই দেখা মিলছে না। তাই এগুলো বিক্রিও হচ্ছে না। অবশ্য আমজাদ হোসেনের প্রত্যাশা, দুই-একদিনের মধ্যেই তার উট ও দুম্বা বিক্রি হয়ে যাবে।