admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ মে, ২০২১ ৯:২৭ অপরাহ্ণ
বিমানবন্দর পুলিশের এই কর্মকর্তা বলেন ডাক বিভাগের গাড়িতে করে সৌদি যাচ্ছিল ইয়াবা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ একটি কাপড়ের কার্টন জব্দ করেছে। যার মধ্যে বিশেষ ভাবে সৌদি আরবে নিয়ে যাওয়া হচ্ছিল ইয়াবা। কার্টনটি বাংলাদেশ ডাক বিভাগের গাড়িতে করে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাভিয়েশন সিকিউরিটির অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম। আজ বুধবার বিমানবন্দরের হ্যাঙ্গার থেকে ইয়াবার চালানটি জব্দ করা হয় বলে জানান তিনি।
বিমানবন্দর পুলিশের এই কর্মকর্তা বলেন, দেশের বাইরে পাঠানোর জন্য আজ (বুধবার) সকাল ৭টার দিকে পোস্ট অফিসের (ডাক বিভাগ) গাড়িতে করে কিছু মালামাল আনা হয়। পরে হ্যাঙ্গার গেটে এসব মালামাল স্ক্যান করার সময় একটি কাপড়ের কার্টনে থাকা ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, কার্টনটি খোলার পর কিছু কাপড় পাওয়া যায়, যার মধ্যে বিশেষ কৌশলে রাখা ছিল ইয়াবা। এ সময় সেখান থেকে ২ হাজার ৩৫৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
সৌদি আরবের রিয়াদে একজনকে পাঠানোর জন্য গাজীপুর পোস্ট অফিস থেকে কেন্দ্রীয় ডাকঘর হয়ে কার্টনটি বিমানবন্দরে আসে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম বলেন, এ ঘটনায় ডাকঘরের গাড়ি চালক ও আরো ৩ জনকে আটক করা হয়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।