admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২১ ৯:২৪ পূর্বাহ্ণ
আমিনুল ইসলাম আপেল রংপুর ব্যুরো প্রধানঃ রংপুরের পীরগাছা উপজেলার ১নং কল্যাণী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে, সোমবার (২২) মার্চ বিকালে বাংলাদেশ আওয়ামী লীগ ১নং কল্যাণী ইউনিয়নের উদ্যোগে, আগামী ১১ই এপ্রিল ২০২১ইং রংপুর জেলা ইউপি নির্বাচনের প্রথম ধাপে ১নং কল্যাণী ইউনিয়ন পরিষদ নির্বাচনে, নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে বিশেষ এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
১নং কল্যাণী উচ্চ বিদ্যালয় হলরুমে অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সোহরাব হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, রংপুর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম মোস্তফা মনি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সজিবুর রহমান প্রামানিক, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহামুদ হাসান। বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলার সদস্য মওদুদ আহমেদ, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আরিফুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পীরগাছা উপজেলার মজনু মিয়া।
এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের ৯ টি ওয়ার্ডের নেতাকর্মীগণসহ ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও বাংলাদেশ আওয়ামী লীগ কল্যাণী ইউনিয়ন শাখার অন্যান্য সহযোগী সংগঠন। বর্ধিত সভায় আসন্ন ইউপি নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে অতীতের সকল ভুলভ্রান্তি দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে কাঁধেকাঁধ মিলিয়ে নৌকার জন্য কাজ করার শপথ গ্রহণ করেন। বক্তাগণ বলেন, নৌকার উন্নয়ন দেখে বিএনপি এখন মুখ লুকিয়েছে, তারা এখন জনগণের কাছে যাওয়ার যোগ্যতাও হারিয়ে ফেলেছেন। আসছে নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে অত্র ইউনিয়নের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।