admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২০ ৮:১৬ পূর্বাহ্ণ
মোঃহারুন-অর-রশিদ বাবু, ষ্টাফ রিপোর্টার রংপুর ব্যুরো অফিস রংপুঃ সাম্প্রতিক দেশে চলমান ধর্ষণ,নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার যখন সাড়া দেশ, ঠিক তখন থেমে নেই রংপুর জেলা, গংগাচড়া উপজেলার সাধারণ শিক্ষার্থী ও যুবকদের অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন “আমরাই পাশে” গতকাল ০৭ই অক্টোবর বুধবার ২০২০ ইং সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারী, শিশু নির্যাতন, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে, গংগাচড়া উপজেলার জিরো পয়েন্ট বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
সংগঠনের পক্ষ থেকে বলা হয় অনতিবিলম্বে ধর্ষকদের সর্বোচ্চ সাজা ফাঁসি দিতে হবে, আমরা আর আমাদের মা বোনের আর্তচিৎকার শুনতে চাইনা। আমরা আর দেখতে চাইনা, আমার মায়ের লাশ, আমার বোনের লাশ কোন নির্জন জঙ্গলে বা কোন নিরব প্রান্তে পরে আছে!! মাননীয় প্রধানমন্ত্রী’র উদ্দেশ্যে নেতারা বলেন আপনি একজন মা, আপনি একজন শাসক, আপনি আমাদের গর্ব, আপনি একজন নারী। আপনার কাছে আমাদের একটাই চাওয়া, ধর্ষকের বিচারে কোন তালবাহানা নয়, প্রয়োজন হলে আইন পরিবর্তন করুন, তবুও আমরা ধর্ষক নামক এই কুলাঙ্গারদের সুষ্ঠু নিরপেক্ষ বিচার দেখতে চাই। আইনের দোহাই অনেক শুনেছি, দেখিওনি কম তাই মনে রাখতে হবে, মানুষের প্রয়োজনে আইন,আইনের প্রয়োজনে মানুষ নয় কিন্তূ। ধর্ষকের কোন পরিচয় থাকতে পারে না, ধর্ষক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ধর্ষক’ই তাই তাদের পক্ষে কোন সুশৃঙ্খল ও সুশীল সামাজিক মর্যাদাবোধ সম্পন্ন মানুষ কথা বলতে পারেনা, বলবেও না। আমাদের দাবী একটাই ধর্ষকের ফাঁশি চাই। আরও নানান বিক্ষোভি বক্তব্য দেন।
বক্তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে ৬দফা দাবীও তুলে ধরেন। বক্তারা বলেন ধর্ষণের সঠিক বিচার না পেলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।এতে উপস্থিত ছিলেন আমরাই পাশে রংপুর গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন আকাশ খাঁন, গংগাচড়া ইউনিটের এডমিন সামিউল ইসলাম শুভ,গংগাচড়া ইউনিয়ন কমিটির আহবায়ক ফারজানা আক্তার নওরিন,আরিফুল ইসলাম হৃদয়,তাসলিমা,মলি,সুমনা,সাথি,রাসেদ বাবু,মর্ণেয়া ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক তুষার আহম্মেদ, আলমবিদিতর ইউনিয়নের আহবায়ক রবিউল ইসলাম,রাকিব,সোহান,অনুষ্ঠান সঞ্চালনা করেন রংপুর গ্রুপের এডমিন জাহিদুল ইসলাম প্রমুখ।