admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জুলাই, ২০২০ ১১:৪৫ পূর্বাহ্ণ
নাগরিক ভাবনাঃ আবু তোরাব মানিক “ এখন সবার হাতে মোবাইল ফোন তাই নাগরিক সাংবাদিকতার গুরুত্ব চলে আসছে সামনে। এখন আপনার পাশের ঘটনাটি দ্রুত আপনি বিভিন্ন মাধ্যমে জানিয়ে দিতে পারছেন অন্যদের। সঙ্গে দিতে পারছেন ছবি ও ভিডিও। যা ইতোমধ্যেই অনেক গুরুত্ব পেয়েছে। এটাই নাগরিক সাংবাদিকতা। অর্থাৎ প্রতিটি নাগরিকই সাংবাদিক। একজন মিডিয়াকর্মীও আপনার মাধ্যমে ঘটনার কাছে পৌঁছে যাচ্ছেন।
তবে মনে রাখতে হবে এর যেমন গুরুত্ব অধিক তেমনি দায়িত্ববোধও ব্যাপক। নাগরিক সাংবাদিকতায় অত্যন্ত দায়িত্ববান হয়ে ঘটনাটি সঠিকভাবে জেনে, সম্ভব হলে ক্রস চেকিং করে সেটি অন্যদের জানাতে হবে। ছবি ভিডিও কোনটি প্রকাশ করা যাবে সেটি বিবেচনায় থাকতে হবে। শব্দ ব্যবহারের ক্ষেত্রেও হতে হবে যত্নবান। যাতে আমার কোন কথায় কেউ আহত না হন, সেটি মনে রাখতে হবে। তাছাড়া উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কোন কিছু প্রকাশ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তাহলে আসুন নাগরিক সাংবাদিকতা এগিয়ে যাক স্বচ্ছতার হাত ধরে।
ক্যামেরা টিপসঃ যখন কোন কিছুর ছবি তুলবেন তখন ঘটনার লং সর্ট ও ক্লোজ সর্ট নিবেন। অর্থাৎ একটু দূর থেকে ছবি আর কাছ থেকে ছবি নিবেন।
ভিডিও টিপসঃ ভিডিওর ক্ষেত্রে একইভাবে লং সর্ট ও ক্লোজ সর্ট নিবেন। তবে কোনভাবে ভিডিও ক্যামেরা ঘুরাবেন না। ক্যামেরা ধরে রাখবেন। ৫ থেকে ৭ সেকেন্ড। আবার ক্যামেরা সরিয়ে অন্য সর্ট নিন। আপনি ক্যামেরা ধরে থাকুন মানুষ বা ঐ দৃশ্যে যা আছে তা নড়াচড়া করবে আপনার ক্যামেরা নয়।