admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২২ ১০:১৫ পূর্বাহ্ণ
আমিনুল ইসলাম আপেল, ব্যুরো প্রধান রংপুরঃ রংপুরে মাসব্যাপি শিল্প ও বাণিজ্য মেলা’র উদ্বোধন হয়েছে। শনিবার সকালে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে রংপুর ক্রীকেট গার্ডেন সংলগ্ন মাঠে শিল্প ও বাণিজ্য মেলা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রংপর জেলা প্রশাসক আসিব আহসান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, মেলা উপ কমিটির আহবায়ক মোঃ আতিক উল্লাহ আতিক, সহ-সভাপতি আলী আহমেদ চান্দ, পরিচালক মোঃ আসলাম, সাব্বির আহমেদ, নুরুল ইসলাম পটু, আইয়ূব আলী, সৈয়দ শাহ নেওয়াজ আলী, সালাউদ্দিন মোস্তফা জামাল, আকতারুজ্জামান মওলা, রুবায়েত হোসেন খান, এ স এম রুবাইয়াত ফারমান, ডিজেল আহমেদ, গোলাম মোর্শেদ, শাহনাজ বেগম, রংপুর জেলা বেকারী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্না, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন।
এ সময় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার সাংবাদিকদের বলেন, সরকারের বহুমুখী অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে ও অর্থনীতির দ্রুত বিকাশে রংপুর শিল্প ও বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় এক সঙ্গে একদরসহ অনেক দোকানে দামাদামি করা যায় যা মিশ্র ক্রেতাদের জন্য উপযোগী। বাণিজ্য মেলা অর্থনীতিকে আরও সমৃদ্ধ করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি মেট্রো চেম্বারের প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক রেজাউল করিম মিলন বলেন, মেলায় ১২০ টি স্টল রয়েছে। ব্যবসায়ীদের নতুন নতুন ধারণা নিয়ে এগিয়ে আসছে ও নতুন নতুন পণ্যের বাজার সৃষ্টি হচ্ছে।