admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২১ ৭:১১ অপরাহ্ণ
ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল হাজারী মারা গেছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য এবং এক সময়ের তুমুল আলোচিত-সমালোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব জয়নাল আবেদীন হাজারী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
আজ সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির গণসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের এ খোদা।
পারিবারিক সূত্রে জানা গেছে- কিডনি, হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন জয়নাল হাজারী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। শেষ কয়েক বছরে বেশ ঘন ঘনই তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অবশেষে চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে তিনি চলে গেলেন।