admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২১ ৮:০৩ অপরাহ্ণ
নোয়াখালীর মাইজদীতে শিয়ালের গোস্ত বিক্রির সময় হাতেনাতে ধরা যুবক। মাইজদী পৌর এলাকায় শিয়ালের মাংস বিক্রি করার সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার আটক করা ওই ব্যক্তির নাম রাহী। তিনি সদর উপজেলার মোল্লা কাঠপট্টির লিটনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে পৌরসভা এলাকায় প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করতে শুরু করেন রাহী। স্থানীয়রা বাধা দিলেও তা আমলে নেননি তিনি, এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রত্যক্ষদর্শীরা।
এ সময় জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯- এ কল করে পুলিশের সহায়তা চান ক্ষুব্ধ এক ব্যক্তি। পরে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড থেকে শিয়ালের মাংসসহ রাহীকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সুধারম থানার ওসি সাহেদ উদ্দিন বলেন, আটক রাহীর বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। দেশের প্রচলিত আইন অনুযায়ী, শিয়ালের মাংস বিক্রি করা আইনত দণ্ডণীয় অপরাধ। কেউ এমনটি করলে তার বিরুদ্ধে মামলা করার বিধান রয়েছে।