admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২০ ৯:৪৮ পূর্বাহ্ণ
মাত্র ৬০ টাকায় মিলছে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা। তাইতো ধনী-গরীব নির্বিশেষে ছুটে আসছেন সবাই। মেডিসিনসহ তিনটি আলাদা বিভাগের চিকিৎসা পাচ্ছেন সাগরপাড়ের মানুষরা। স্বল্পমূল্যে করাচ্ছেন বিভিন্ন পরীক্ষাও। ওষুধের দামও অন্যান্য জায়গার তুলনায় কম। আর এ সবই মিলছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নয়ামিশ্রিপাড়ায় অবস্থিত ফ্রেন্ডশিপ হেলথ ক্লিনিকে। কলাপাড়া উপজেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে একটি আশ্রয়কেন্দ্রে গড়ে তোলা হয়েছে এই ক্লিনিকটি। উপকূলীয় এলাকার মানুষদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচাতে ২০১৮ সালে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে এই আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করা হয়। পরে সেখানে ফ্রেন্ডশিপ নামের একটি বেসরকারি উদ্যোগে চালু করা হয় ক্লিনিকটি।
ক্লিনিকটিতে বর্তমানে মেডিসিন, চোখ ও দাঁতের চিকিৎসা এই তিনটি বিভাগ চালু আছে। প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটি ছাড়া) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রোগীদের বিভিন্ন চিকিৎসা সেবা দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আশপাশে কোনো উন্নত চিকিৎসা কেন্দ্র না থাকায় সেবা নিতে প্রতিদিন এই ক্লিনিকটিতেই ছুটে আছেন গড়ে ৫০ থেকে ১০০ জন রোগী।
বিভিন্ন রোগের চিকিৎসার পাশাপাশি রোগীরা এখান থেকে কম খরছে বিভিন্ন পরীক্ষাও করিয়ে থাকেন। খরচও পড়ে অন্যান্য জায়গার তুলনায় ৫০-৬০ শতাংশ কম। ৭ শতাংশ কমে বিক্রি করা হয় ওষুধও।
চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, প্রতিদিন চর্ম, যৌন, অ্যাজমা, শ্বাসকষ্ট, ডায়াবেটিস, লিভার, কিডনি, গাইনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। কলাপাড়া শহর এখান থেকে অনেক দূর হওয়ায় সবাই এই ক্লিনিকটিতেই আসেন। অজপাড়াগাঁও হলেও এখানে স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা পাওয়া যায়। ক্নিনিকের মেডিকেল অফিসার ডা. শাহ মো. নাকিব উদ্দিন জানান, ২০১৮ সালের ১৫ অক্টোবর এ ক্লিনিকটি চালু করা হয়। বর্তমানে তিনটি বিভাগ চালু থাকলেও ধীরে ধীরে ক্লিনিকের সেবার মান ও পরিধি বাড়ানো হচ্ছে। রোগীরাও স্বল্প খরচে সেবা নিতে পেরে খুশি।