admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২০ ৯:৫১ পূর্বাহ্ণ
১৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে আল্লামা শফীর জানাজা ও দাফন মাদ্রাসাসংলগ্ন। জোহরের নামাজের পর অনুষ্ঠিত হবে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজা। দুপুর ২টায় চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে এ জানাজা। শনিবার দুপুরে আল্লামা শফীর জানাজা, মাদ্রাসাসংলগ্ন কবরস্থানে দাফন আজ ১৯ সেপ্টেম্বর শনিবার জোহরের নামাজের পর অনুষ্ঠিত হবে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজা। দুপুর ২টায় চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে এ জানাজা। বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা শাহ আহমদ শফীর ছেলে ও হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।
আল্লামা শফীর সাবেক প্রেস সচিব মাওলানা মুনির আহমদ জানান, বর্তমানে হেফাজতে ইসলামের আমিরের মরদেহ রাজধানীর আজগর আলী হাসপাতাল থেকে জামিয়া ফরিদাবাদ মাদ্রাসায় নেওয়া হচ্ছে। সেখানে তাকে গোসল ও কাফন পরিয়ে রাতেই চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় নিয়ে যাওয়া হবে। এদিকে, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন জানান, হাটহাজারী মাদ্রাসার শুরা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আল্লামা শফীর জানাজা আগামীকাল দুপুর ২টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর তাকে মাদ্রাসাসংলগ্ন কবরস্থানে ধর্মীয় বিধান অনুযায়ী দাফন করা হবে। এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা করছে প্রশাসন ও মাদ্রাসা কমিটি।
চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা- জানা যায়, রাতে চট্টগ্রামে আনার পর আল্লামা শফীর মরদেহ সকলের দেখার জন্য ফজরের নামাজের পর থেকে জোহরের নামাজ পর্যন্ত হাটহাজারী মাদ্রাসার কনযুদ্দাকায়েক শ্রেণিকক্ষে রাখা হবে। পরে দুপুর ২টায় জানাজা শেষে মাদ্রাসাসংলগ্ন বায়তুল আতিক জামে মসজিদের সামনের কবরস্থানে তাকে দাফন করা হবে। জানাজায় ইমামতি করবেন তার ছেলে আনাস মাদানী।
প্রসঙ্গত, আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হেফাজতের আমির। এর আগে বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয় তাকে। তিনি গত বৃহস্পতবিার রাত থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র চিকিৎসাধীন ছিলেন। আল্লামা শফী হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ছিলেন। গত বৃহস্পতিবার মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে তিনি এ পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে রাত ১২টার দিকে তাকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।