admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২১ ৯:৫৭ পূর্বাহ্ণ
হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য সাবেক আমীর বাবুনগরীর জানাজায় মানুষের ঢল। সাবেক আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জানাজায় মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গিয়ে জানাজায় অংশ নেয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাটহাজারী দারুল উলুম মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে ইমামতি করেন আল্লামা জুনায়েদ বাবুনগরীর মামা এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনিযুক্ত আমীর মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী। জানাজার আগেই হেফাজতের শীর্ষ নেতারা মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরীকে পরবর্তী আমীর হিসেবে নিযুক্ত করেন। এর আগে গত ৭ জুন ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ওই কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন নতুন আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরী।
এর আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে মারা যান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর এবং চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী। আগে থেকেই বয়সজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।