জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর সীমান্তে পাশে ধানক্ষেত থেকে একটি সচল ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৫ মে ২০২৫) রাতে দিনাজপুরের হাকিমপুর খাট্টা মাধবপাড়া ইউনিয়নের ঘাসুড়িয়া সীমান্তের ২১ নম্বর পিলারের পাশের একটি ধানক্ষেত থেকে মোঃ শরিফুল ইসলাম, রুবেল, আলমাছ, নামে স্থানীয় কয়েকজন কৃষক পরিত্যাক্ত অবস্থায় সচল ড্রোন দেখতে পায়।
পরে তারা ড্রোনটি উদ্ধার করে ঘাসুরিয়া গ্রামে প্রফুল্ল টপ্পুর বাসায় নিয়ে যায়। পরে ঘটনাটি হাকিমপুর থানা পুলিশকে অবহিত করলে রাত ১০টার দিকে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে ড্রোনটি উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে এটি ভারতীয় ড্রোন হতে পারে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, গতকাল সন্ধ্যার দিকে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের ঘাসুড়িয়া সীমান্তের ৫শ গজ বাংলাদেশ অভ্যন্তরে ধান ক্ষেতে ওই গ্রামের কৃষক প্রফুল্ল টপ্পুসহ আরো বেশ কয়েকজন কাজ করছিলেন।
এ সময় ধান ক্ষেতে পড়ে থাকা অবস্থায় একটি ড্রোন পেয়ে সেটি নিয়ে বাড়িতে যান। পরবর্তীতে সে পুলিশকে বিষয়টি অবগত করলে রাত ১০টার দিকে পুলিশ ও বিজিবির একটি টহল দল তার বাড়িতে গিয়ে ড্রোনটি থানায় নিয়ে আসে।
তিনি আরো বলেন, যেহেতু সীমান্তের পাশ থেকে ড্রোনটি উদ্ধার করা হয়েছে তাই বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। কিভাবে কোথা থেকে ড্রোনটি আসলো বা কে উড়িয়েছিল সেসব তথ্য তদন্ত স্বাপেক্ষে জানানো হবে। তবে মোবারক হোসেন নামে স্থানীয় ইউপি সদস্য বলেন, ড্রোনটি ভারত থেকে আসতে পারে।