admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২১ ৩:১০ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের আয়োজনে পরিবেশ বান্ধব ইট, কংক্রিট ব্লক গাঁথুনি ও ফেরোসিমেন্ট প্রযুক্তি মেলা-২০২১ উদ্বোধন অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপ-সচিব মোঃ মাহাবুবুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়। উক্ত মেলা উদ্বোধন করেন মোঃ আশরাফুল আলম, মহাপরিচালক হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট , স্থানঃ- এইচ বি আর আই, ইনস্টিটিউট প্রাঙ্গণ, মিরপুর, ঢাকা-১২১৬।
উক্ত মেলায় সারাদেশ থেকে আগত নির্মাণকর্মী প্রশিক্ষনার্থী দুইদিন ব্যাপী হাতে কলমে পরিবেশ বান্ধব ইট, কনক্রিট ব্লক CSEB INTERLOCKING CSEB), হাতে কলমে ফেরোসিমেন্ট প্রযুক্তি ডিমোল্ডিং পরিবেশ বান্ধব কনক্রিট ইটের গাঁথুনি প্রশিক্ষণ গ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে যারা প্রশিক্ষক হিসেবে ছিলেন- মোঃ আশরাফুল আলম, মহাপরিচালক, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, মোঃ ওহাব আলী, রিসার্চ অফিসার ও কোর্স সমন্বয়ক, মোঃ আকতার হোসেন সরকার, প্রিন্সিপাল রিসার্চ অফিসার, মোঃ সাখাওয়াৎ হোসেন, প্রিন্সিপাল রিসার্চ ইঞ্জিনিয়ার, মোঃ জাকির হোসেন, সিনিয়র রিসার্চ ইঞ্জিনিয়ার, প্রকৌশলী মোঃ আরিফুজ্জামান, সিনিয়র রিসার্চ ইঞ্জিনিয়ার, মোঃ আব্দুল খালেক মেসন, প্রমুখ।
হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের আয়োজনে ১ দিন ব্যাপী পরিবেশ বান্ধব নির্মাণ উপকরণাদি বিষয়ে মেলার আয়োজন করা হয় উক্ত মেলায় যে সকল স্টল গুলো অংশ গ্রহণ করেন তারা সবাই পরিবেশ বান্ধব সামগ্রী প্রদর্শণ করেন সেখানে প্রদশিত হয়,অডিও-ভিডিও ভিজুয়্যাল পরিবেশ বান্ধব ইট, ব্লক, ফেরোসিমেন্ট,কাচামাল, এডমিকচার বিভিন্ন ধরণের মেশিন ও বাংলাদেশে প্রথম পরিবেশ বান্ধব ঠাকুরগাঁও বাবলু সুপার ব্রিকসের এ্যাস ব্রিক্স ও কাঁচামাল প্রদর্শিত হয়।